ইউক্রেনে আকাশপথে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা বাড়ানোয় দেশটিতে বিদ্যুৎবিভ্রাট আরও তীব্র হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ছয়টি অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরিভাবে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, মলদোভা ও রোমানিয়ার আকাশপথ দিয়ে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত করেছে। রোমানিয়া উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের ( ন্যাটো) সদস্য হওয়ায় এ ঘটনায় উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরইমধ্যে মলদোভা জানিয়েছে, তাদের আকাশপথ লঙ্ঘন করে হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনে হামলা জোরদার করায় আবারও পশ্চিমাদের যুদ্ধবিমান দেয়ার জন্য আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মাইখাইলো পোডোলিয়াক
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তার দেশকে যুদ্ধবিমান দেয়ার জন্য অনুরোধ করেছেন।
শীত মৌসুমে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে রাশিয়া। এটিকে অনেক বিশ্লেষকই যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে, তবে মস্কো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা বরাবরই অস্বীকার করেছে।
ইউক্রেনের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের ঝুঁকি বাড়ছে। গত বছর রুশ হামলায় বিদ্যুৎকেন্দ্রের ৯৮ জন কর্মী প্রাণ হারিয়েছেন।