তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৬ হাজারের বেশি প্রাণহানির খবরের মধ্যেই এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপাল ইন্দোনেশিয়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের এই ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাপুয়া প্রদেশের রাজধানী শহর জয়পুরা থেকে এক কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে বলা হয়েছে, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া থেকে ইন্দোনেশিয়ার দূরত্ব সাড়ে ৮ হাজার কিলোমিটারেরও বেশি।
স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।
দুই দেশের ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ হাজারের বেশি মৃতের সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।