ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে গুজব ছড়ানোর অভিযোগে অন্তত ২৩ জনকে আটক করা হয়েছে; শনাক্ত করা হয়েছে বেশকিছু টুইটার অ্যাকাউন্টও।
বুধবার এই দুর্যোগে দেশটিতে যখন মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে, তার পরই এ তথ্য দিয়েছে পুলিশ।
সিএনএন বলছে, তুরস্কের ভূমিকম্প নিয়ে উসকানিমূলক পোস্ট দিয়েছেন এমন ১৮ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। আর গ্রেপ্তার দেখানো হয়েছে আরও পাঁচজনকে।
তুর্কি পুলিশের টুইটবার্তায় আরও জানানো হয়, যারা পোস্ট দিয়ে গুজব ছড়িয়েছেন তাদের শনাক্ত করা হয়েছে। এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ২০০-এর মতো হবে।
এতে বলা হয়, যে ওয়েবসাইটগুলো আমাদের নাগরিকদের অপব্যবহার করতে চেয়েছিল সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
এ ছাড়া ইন্টারনেট যোগাযোগে সরকারের নজরদারির কথা বলেছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লক।
গুজব নিয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। ভূমিকম্পস্থল পরিদর্শনের আগে এ নিয়ে কথা বলেন তিনি।
সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্প আঘাত হেনেছে তাতে মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে।
এর মধ্যে তুরস্কের মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭৪। আহত হয়েছে ৫০ হাজার মানুষ। আর সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০২ জনে।
এখনও বিভিন্ন ভবনের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে প্রচণ্ড শীতের মধ্যে কাজ করে যাচ্ছেন কর্মীরা। ভূমিকম্পে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।