বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভূমিকম্পে মৃত্যু ৫ হাজার ছাড়াল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৯

বৃষ্টি, অতি ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি, সিএনএন ও রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সিএনএন বলছে, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী এ দুই দেশে মৃত্যু হয়েছে ৫ হাজার ২১ জনের। এর মধ্যে তুরস্কে মারা গেছেন ৩ হাজার ৪১৯ জন। আর সিরিয়ায় মারা গেছেন ১৬০২ জন।

টেলিভিশনে এক ব্রিফিংয়ে তুরুস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ১১ হাজার ভবন। তুরস্কে প্রায় আট হাজার মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ১৬০২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

ভূমিকম্পে বিধ্বস্ত অধিকাংশ এলাকায়ই বিদ্যুৎ নেই, জ্বালানিও নেই। এরমধ্যে বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের কাছাকাছি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বের ৬৫টি দেশ থেকে আর্থিকসহ নানা ধরনের সহায়তা পাঠানো হয়েছে তুরস্কে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন ১৩ হাজারের বেশি কর্মী।

উদ্ধারকারীরা বলছেন, বৃষ্টি, অতি ঠান্ডা এবং তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে সহযোগিতার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।

তবে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সোমবার দুপুর দেড়াটার দিকে আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।

সর্বশেষ তুরস্কে ১৯৩৯ সালের ডিসেম্বরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর