তুরস্ক ও সিরিয়ায় সোমবার স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ১৮০০ জনে দাঁড়িয়েছে। এ ভূমিকম্পে শুধু তুরস্ক ও সিরিয়া নয় কেঁপে ওঠে সাইপ্রাস ও লেবাননও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ভূমিকম্পের সময়কার ভিডিও, যা দেখে আঁতকে উঠছেন মানুষজন।
প্রায় ৮০ বছর পর এমন ভয়াবহ ভূমিকম্প দেখল তুরস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তুরস্কের সানলিউরফা প্রদেশে একটি বহুতল ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।
রয়টার্স জানায়, সানলিউরফায় ১৬টি ও ওসমানিয়ে প্রদেশে ৩৪টি ভবন ধসে পড়েছে।
ওই ভবনগুলোর মধ্যে হতাহত কেমন হয়েছে তা জানা যায়নি। সানলিউর গভর্নের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রদেশটিতে ১২ জন নিহত হয়েছেন।
তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় সময় দুপুরে তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।
এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ভয়ে আছি। এটা ভোরের মতোই ছিল। আমি জানি না কি হবে পরবর্তীতে।’
কর্মকর্তারা জানান, প্রথম ভূমিকম্পের পর ১০ ঘণ্টায় তুরস্কে ৫০টি আফটারশক হয়েছে।