বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে ভূমিকম্পে মৃত্যু ঠেকতে পারে ১০ হাজারে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৩৫

ইউএসজিএসের অনুমান অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজার হওয়ার শঙ্কা ৪৭ শতাংশ। ১০০ থেকে ১ হাজার হওয়ার শঙ্কা ২৭ শতাংশ। অন্যদিকে কম্পনে প্রাণহানি ১০ হাজার থেকে ১ লাখ হওয়ার শঙ্কা ২০ শতাংশ।

তুরস্কের দক্ষিণাঞ্চলে সোমবার স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজারে গিয়ে ঠেকতে পারে বলে আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সংস্থাটির অনুমান অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজার হওয়ার শঙ্কা ৪৭ শতাংশ। ১০০ থেকে ১ হাজার হওয়ার শঙ্কা ২৭ শতাংশ। অন্যদিকে কম্পনে প্রাণহানি ১০ হাজার থেকে ১ লাখ হওয়ার শঙ্কা ২০ শতাংশ।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ৫২১ জনের মৃত্যু ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন দেশ দুটির কর্মকর্তারা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে দেশটিতে মৃত বেড়ে ২৮৪ জন হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৩২০ জন।

সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আহমেদ দামিরিয়েহর বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভূমিকম্পে ২৩৭ জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে; আহত হয়েছে ৬৩৯ জন।

যেসব অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানকার ঐতিহাসিক ভূকম্পন, মারাত্মক ভূকম্পনের ঝুঁকিতে থাকা জনগণ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ভবনগুলোর ঝুঁকিপূর্ণতার তথ্যের ভিত্তিতে তৈরি মডেল থেকে ইউএসজিএস তাদের পূর্বাভাস দিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পে তুরস্কের ১০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের ক্ষতি হতে পারে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশের সমান।

এ বিভাগের আরো খবর