শত বছরের বেশি সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে জরুরি সহায়তা পাঠানোর ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ত বলেন, ‘প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে নিরাপত্তা বাহিনী প্রস্তুত। দুর্যোগ কবলিত অঞ্চলে পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি প্রাণরক্ষার মিশনে অংশ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক অভিজ্ঞতা যুক্ত হয়েছে।’
আরেক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তুরস্কের জনগণের প্রতি ‘গভীর দুঃখ’ প্রকাশ করেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৭ কিলোমিটার।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ৫২১ জনের মৃত্যু ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন দেশ দুটির কর্মকর্তারা।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে দেশটিতে মৃত বেড়ে ২৮৪ জন হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৩২০ জন।
সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আহমেদ দামিরিয়েহর বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভূমিকম্পে ২৩৭ জনের মতো মানুষের প্রাণহানি হয়েছে; আহত হয়েছে ৬৩৯ জন।