প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের হেলিকপ্টার যাতায়াতে খরচ হয়েছে ১০০ কোটি পাকিস্তানি রুপি। এ সম্পর্কিত একটি প্রতিবেদন সম্প্রতি পাকিস্তান সিনেটে পেশ করা হয়।
সিনেটের প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য নেশন জানায়, ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ভিভিআইপি হেলিকপ্টারে চড়ে অফিস করেছেন ইমরান। এতে খরচ হয়েছে ৯৪ কোটি ৬৩ লাখ পাকিস্তানি রুপি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৮ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের ক্যাম্প অফিসের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ২ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি খরচ হয়েছে।
এর আগে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষকে সরকার জানায়, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসলামাবাদের বানিগালার ব্যক্তিগত বাসভবন থেকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে ১ হাজার ৫৭৯ দশমিক ৮ ঘণ্টা হেলিকপ্টার সফর করেছেন ইমরান, যাতে খরচ হয়েছে ৪৩ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে। ঋণ সহায়তা দিতে দেশটিকে বেশ কিছু শর্ত দিয়েছে আইএমএফ। এরপরই ডলারের বিনিময় হারে নিয়ন্ত্রণ উঠিয়ে নেয় পাকিস্তান সরকার। গত বৃহস্পতিবার থেকে এক ডলারের পেতে খরচ করতে হয়েছে ২৬২ পাকিস্তানি রুপি। এরমধ্যে দেশটিতে আবার জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে।
পাকিস্তানের বর্তমান রিজার্ভ ৬০০ কোটি ডলারের কম, যা গত আট বছরে সর্বনিম্ন। এ ছাড়া দেশটিতে গত বছরের ভয়াবহ বন্যার পর মূল্যস্ফীতিও ব্যাপক বেড়েছে। বন্যায় দেশটিতে ৩০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।