পাকিস্তানে রেকর্ড দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। এক ধাক্কায় লিটারপ্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৩৫ পাকিস্তানি রুপি বাড়িয়েছে দেশটির সরকার। এছাড়া কেরোসিন ও হালকা ডিজেলের মূল্য বেড়েছে ১৮ রুপি করে।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার রোববার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেন।
অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে। ঋণ সহায়তা দিতে দেশটিকে বেশ কিছু শর্ত দিয়েছে আইএমএফ।
এরপরই ডলারের বিনিময় হারে নিয়ন্ত্রণ উঠিয়ে নেয় পাকিস্তান সরকার। গত বৃহস্পতিবার থেকে এক ডলারের পেতে খরচ করতে হয়েছে ২৬২ পাকিস্তানি রুপি। এরমধ্যে দেশটিতে আবার জ্বালানি তেলের দামও বাড়ানো হলো।
ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বর্তমানে লিটারপ্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ২৪৯ দশমিক ৮০ রুপিতে। হাইস্পিড ডিজেলের মূল্য ২৬২ দশমিক ৬০ রুপি। কেরোসিন তেলের মূল্য দাঁড়িয়েছে ১৮৯ রুপিতে। আর হালকা ডিজেলের দাম ১৮৭ রুপি।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার গুজবে দেশটির লোকজন গত কয়েকদিন ধরে পেট্রোল স্টেশনে ভিড় জমাচ্ছিল, তবে সরকার মানুষকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য আহ্বান জানিয়েছে।
এ নিয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, জ্বালানি তেলের অস্থায়ী মজুত ও পেট্রোলের ঘাটতি সম্পর্কে ছড়িয়ে পড়া গুজবের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জ্বালানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবিলম্বে নতুন মূল্য নির্ধারণ ও বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।
পাকিস্তানের বর্তমান রিজার্ভ ৬০০ কোটি ডলারের কম, যা গত আট বছরে সর্বনিম্ন। এ ছাড়া দেশটিতে গত বছরের ভয়াবহ বন্যার পর মূল্যস্ফীতিও ব্যাপক বেড়েছে। বন্যায় দেশটিতে ৩০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।