বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেরু ভালুকের আক্রমণে প্রাণ গেল মা-ছেলের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ জানুয়ারি, ২০২৩ ১৪:১৮

পোলার বিয়ার ইন্টারন্যাশনাল গ্রুপের সিনিয়র ডিরেক্টর জিওফ ইয়র্ক জানান, মঙ্গলবার যা ঘটেছে তা প্রায় শোনাই যায় না। কারণ মেরু ভালুক সাধারণত শীতকালে বরফের বাইরে থাকে, গ্রামের কাছাকাছি নয়।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মেরু ভালুকের আক্রমণে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে।

অঙ্গরাজ্যটির নেটিভ গ্রামের একটি স্কুলের কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

আলাস্কা স্টেট ট্রুপারস এক বিবৃতিতে জানায়, সেন্ট মাইকেলের সামার মায়োমিক এবং তার ছেলে ক্লাইড ওংটোওয়াসরুক এ হামলায় মারা গেছেন।

স্কুলটির অধ্যক্ষ ডন হেনড্রিকসন বলেন, এ হামলা পীড়াদায়ক। প্রাণঘাতী হামলার পর ক্লাস বাতিল করা হয়েছে।

পোলার বিয়ার ইন্টারন্যাশনাল গ্রুপের সিনিয়র ডিরেক্টর জিওফ ইয়র্ক জানান, মঙ্গলবার যা ঘটেছে তা প্রায় শোনাই যায় না। কারণ মেরু ভালুক সাধারণত শীতকালে বরফের বাইরে থাকে, গ্রামের কাছাকাছি নয়। ১৯৯০ সালে আলাস্কায় শেষ মেরু ভালুকের মারাত্মক আক্রমণ হয়েছিল।

ইয়র্ক আরও জানান, এই আক্রমণটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়, তবে এটি যা প্রত্যাশিত তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ আর্কটিক,পৃথিবীর বাকি অংশের চারগুণ হারে উষ্ণ হতে চলেছে, বাস্তুতন্ত্রকে এমনভাবে পরিবর্তন করছে যা এখনও পুরোপুরি বোঝা যায় না।

অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং মেরু ভালুকের বিশেষজ্ঞ অ্যান্ড্রু ডেরোচার জানান, ২০১৯ সালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপে আলাস্কার বিজ্ঞানীরা দেখেছেন, সমুদ্রের পরিবর্তনের ফলে মানুষ ও মেরু ভালুকের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়েছে।

মেরু ভাল্লুকের সহ-ব্যবস্থাপনায় থাকা সম্মিলিত আলাস্কা নেটিভ ভয়েস জানায়, মেরু ভালুকের গ্রামের কাছাকাছি চলে আসাটা ওই গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা ব্যাহত করে।

ডেরোচার জানান, মেরু ভালুক চুকচি সাগরের কাছ থেকে এসেছে। জলবায়ু পরিবর্তন নয় বরং খাদ্য বা আবর্জনার দ্বারা প্রলুব্ধ হওয়ার ফলাফল হতে পারে এই আক্রমণ।

ইয়র্ক জানান, এই পরিবর্তনগুলো শীতকালেও ঘটছে, যখন সাধারণ মানুষ ধরে নিয়েছিল যে তারা তীরে থাকা মেরু ভালুক থেকে নিরাপদ।

এ বিভাগের আরো খবর