বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ১০:৩২

একাধিক শহরের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎহীন।

ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। এতে হতাহতের ঘটনার পাশাপাশি অনেক এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সময় শনিবার এই হামলা শুরু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি

দানিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলায় নিহত হয়েছেন ১২ জন। কিয়েভ, খারকিভ এবং ওডেসা শহরের ওপরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক শহরের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎহীন।

এর আগে যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্র চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দেয়া হয়েছিল।

তবে রাশিয়া প্রতিক্রিয়ায় বলেছে, ইউক্রেনকে আরও অস্ত্র দেয়া হলে তা রাশিয়ার অভিযানকে আরও ব্যাপক করে তুলবে। অনেক বেশি সাধারণ মানুষ হতাহত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে বলেছেন, পশ্চিমা দেশগুলো প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করলে বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার হামলা ঠেকানো সম্ভব। এজন্য আমাদের পশ্চিমা বন্ধু দেশগুলোর গুদামে যেসব অস্ত্র রয়েছে সেগুলো দরকার।

ভিডিওবার্তায় তিনি জানান, ইউক্রেনের বাহিনী ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা দানিপ্রো শহরে ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানান, ওই এলাকায় একটি নয় তলা ভবনের প্রবেশমুখে ক্ষেপণাস্ত্র আঘাত করলে বেশ কয়েকটি তলা ধসে যায়।

এতে অন্তত ৭৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪টি শিশুও রয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

জেলেনস্কি জানান, দানিপ্রোতে বিধ্বস্ত ভবনে সারারাত ধরে ধ্বংসস্তূপ সরানো আর উদ্ধার অভিযান চলেছে। ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

দুই সপ্তাহ আগে সর্বশেষ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালিয়েছিল রাশিয়া। এতে খারকিভ আর কিয়েভ অঞ্চলে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায় প্রতিদিনই আসছে প্রাণহানির খবর।পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।

এ বিভাগের আরো খবর