পৌষের শেষ দিকে হঠাৎ উধাও ভারতের পশ্চিমবঙ্গের শীত। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ বাড়ছে।
কলকাতায় শনিবার এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
এদিন সকাল থেকে শহরের আকাশ মেঘলা ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশও পরিষ্কার হয়েছে। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম।
কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলোর মধ্যে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে । উত্তরের জেলাগুলোতে খুব একটা তাপমাত্রার পার্থক্য হয়নি। দার্জিলিং, কালিম্পংয়ে আগামী দুদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তরের শীতল হাওয়ার দাপট কমেছে। উল্টো বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। সেজন্য পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়ছে।