ইউক্রেনের লবণখনির শহর হিসেবে পরিচিত সোলেদার দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া।
দীর্ঘ লড়াইয়ের পর রুশ বাহিনী স্থানীয় সময় শুক্রবার এ শহর দখলের দাবি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মস্কোর একজন মুখপাত্র বলেছেন, সোলেদার দখলের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেয়া রুশ বাহিনীর জন্য এখন আরও সহজ হবে।
তবে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাশিয়ার সেনারা ওই শহর দখলে নিতে পারেননি। যুদ্ধ এখনও চলছে।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে ইউক্রেনের যেসব এলাকায় যুদ্ধ চলছে, এর মধ্যে অন্যতম ভয়াবহ যুদ্ধ হয়েছে সোলেদারে।
রাশিয়ার সেনাদের শহরটির বেশির ভাগ এলাকা দখল করার খবর মিলছিল, এর মধ্যে এবার পুরো শহরটিই দখলের দাবি করলো তারা।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বৃহস্পতিবার জানান, সোলেদারে ১৫টি শিশু ও ৫৫৯ বেসামরিক নাগরিক আটকা পড়েছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায় প্রতিদিনই আসছে প্রাণহানির খবর।
পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।