ব্রাজিলে নতুন সরকারের বিরুদ্ধে দাঙ্গার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর ভিসা বাতিল করার জন্য আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা এ আহ্বান জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের ৪১ ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তারা ভুল তথ্য ছড়িয়ে ও সহিংস চরমপন্থাকে উস্কে দিয়ে গণতান্ত্রিক রীতিনীতিকে নষ্ট করলে তার স্বল্পকালীন এবং দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হতে পারে তা আমরা জানি। বলসোনারো বা অন্য কোনো সাবেক ব্রাজিলীয় কর্মকর্তারা ন্যায় বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারবেন না। ওই চিঠিতে বলসোনারোর যুক্তরাষ্ট্রে আসা বৈধ কি না তা যাচাই করার আহ্বান জানানো হয়।
এদিকে বুধবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বলসোনারোকে নিয়ে ব্রাজিলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। যদি কোনো অনুরোধ আসে তাহলে দ্রুত সাড়া দেয়া হবে।
প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে বলসোনারো গত ৩১ ডিসেম্বর আমেরিকায় যান। প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি নেতা লুই ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের মাত্র এক সপ্তাহ পর রোববার ব্রাজিলের রাজধানীতে সিরিজ হামলা চালিয়েছেন চালান তার সমর্থকরা। পরে সোমবার ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি হন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট।
তার স্ত্রী জানান, ২০১৮ সালে ছুরি হামলার পর বলসোনারো প্রায়ই পেটে ব্যথা অনুভব করেন।
সিএনএনকে দেয়া একটি সাক্ষাৎকারে বলসোনারো জানিয়েছিলেন, জানুয়ারির শেষের দিকে তার ব্রাজিলে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু স্বাস্থ্যগত কারণে এটি বিলম্ব হতে পারে।