ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে জারি করা সুনামি সতর্কতা তিন ঘণ্টা পর তুলে নেয়া হয়।
ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকাজুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা।
সমুদ্রের উপরিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা না যাওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪৩ মিনিটে সতর্কতা তুলে নেয়া হয়।
দেশটির ভূ-তত্ত্ববিষয়ক সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ২টা ৪৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরে।
বিএমকেজি প্রধান ডুইকোরিতা কারনাওয়াতি বলেন, ‘ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের কাছাকাছি চারটি ভূমিকম্প-পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়। এদের মাত্রা ছিল ৫ দশমিক ৫ এর নিচে।’
এ সময় বাসিন্দাদের সৈকত ও উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেয়া হয়।
ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে তা সংশোধিত করে বলা হয় ৭ দশমিক ৬।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প জরিপ সংস্থা ইউএস জিওগ্রাফিক্যাল সার্ভে প্রথমেই জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, প্রধানত সুউচ্চ ভবনগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ক্ষতি হতে পারে।
সংস্থার কর্মীরা জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইয়ামদেনা দ্বীপের সৌমলাকি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম লিপোটান-সিক্স ডটকম জানিয়েছে।
তবে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন সংস্থার সদস্যরা।