যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সেখানকার স্পিকার হতে পারছেন না দলটির নেতা কেভিন ম্যাকার্থি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, টানা তিনদিন ১১ বার ভোটাভুটি পরও প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে কাউকে নির্বাচন করা যায়নি।
১৮৬০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে এমন ঘটনা আর ঘটেনি। ওই বছর ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচন হয়েছিল।
স্পিকার নির্বাচনের প্রতিটি ভোটেই রিপাবলিকান পার্টির ২০ জন সদস্য ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। ফলে তিনি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পাচ্ছেন না।
কিছু রিপাবলিকান বলছেন, তারা ম্যাকার্থিকে বিশ্বাস করেন না।
এমন পরিস্থিতিতে স্পিকার নির্বাচিত হলে প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার আশ্বাস দিয়েছেন ম্যাকার্থি। সেই সঙ্গে আরও কিছু সুযোগ-সুবিধা দেয়ার কথা জানিয়েছেন।
ম্যাকার্থির ওই বক্তব্যেও টলেননি বিরোধীরা। তাদের দাবি, তাকে সরে দাঁড়াতে হবে। তাদের বিশ্বাসভাজন কোনো নেতাকে স্পিকার করতে হবে।
কংগ্রেস সদস্য রিপাবলিকান রালফ নরম্যান বিবিসিকে বলেন, ‘ম্যাকার্থির ওপর আমাদের আস্থা নেই। তিনি যা বলেন, তা করেন না।’