বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা, প্রত্যাখ্যান ইউক্রেনের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জানুয়ারি, ২০২৩ ২৩:১২

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা পোডোলিয়াক বলেন, “যতক্ষণ না রুশ বাহিনী তাদের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ হতে পারে না।”

অর্থোডক্স ক্রিসমাস ঘিরে ইউক্রেনের সংঘাতময় অঞ্চলে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কো সময় শুক্রবার রাত ১২টা থেকে অস্ত্রবিরতি কার্যকর করতে রুশ প্রতিরক্ষামন্ত্রীকে বৃহস্পতিবার আদেশ দিয়েছেন পুতিন।

যুদ্ধবিরতি মানতে ইউক্রেন সরকারের প্রতি পুতিন আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করা হয়েছে।

জবাবে পুতিনের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেন, ‘ভন্ডামি নিজের কাছেই রাখুন।’

রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট পুতিনের কাছে যুদ্ধবিরতির আবেদন করেন। এর কিছু পর ক্রেমলিনের পক্ষ থেকে অস্ত্রবিরতির ঘোষণা আসে।

জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী রাশিয়ান অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, কিরিলের অনুরোধ বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে ৩৬ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন।

যুদ্ধবিরতির ঘোষণার পর ইউক্রেনের উদ্দেশে পুতিন বলেন, ‘বিপুল অর্থোডক্স যেখানে বাস করেন, সে এলাকায় সংঘাত চলছে। বড়দিনের আগের দিন শুক্রবার এবং শনিবার তারা যেন উদযাপন করতে পারে, সে জন্য যুদ্ধবিরতি মেনে নিন।’

এর পরপরই এক বিবৃতিতে পোডোলিয়াক বলেন, “যতক্ষণ না রুশ বাহিনী তাদের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ হতে পারে না।”

মস্কোতে বিবিসির সাংবাদিক উইল ভার্নন বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপকে কেউ কেউ ক্রেমলিনের কৌশল হিসেবে দেখতে পারে। কারণ ইউক্রেন যদি এতে রাজি না হয় তবে যুদ্ধের পক্ষে রুশ জনগণের সমর্থন অনেকটাই বেড়ে যাবে।

এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে ‘একতরফা’ যুদ্ধবিরতি ঘোষণা করতে অনুরোধ করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ বিভাগের আরো খবর