ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কার্টুন ছেপে ফের আলোচনায় এসেছে ফ্রান্সের বিদ্রুপ সাময়িকী শার্লি এবদো।
এ ঘটনায় ফ্রান্সকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে তেহরান।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা আন্দোলনে সমর্থন জানিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে শার্লি এবদো। এর অংশ হিসেবে খামেনিকে উপহাস করে বেশ কিছু কার্টুন ছাপে সাময়িকীটি।
এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক টুইটে লেখেন, ‘ইরানের ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফরাসি ম্যাগাজিনের কার্টুন প্রকাশ অপমানজনক ও অশোভন কাজ। কার্যকর ও চূড়ান্ত প্রতিক্রিয়া ছাড়া কিছুতেই ছাড় দেয়া হবে না।’
তবে ঠিক কী ধরনের পরিণতি ভোগ করতে হবে, তা উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘আমরা ফরাসি সরকারকে তার সীমার বাইরে যেতে দেব না। তারা অবশ্যই ভুল পথ বেছে নিয়েছে।’
ওই বক্তব্যের পর বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস রোশকে জরুরি তলব করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘বাকস্বাধীনতার অজুহাতে অন্যান্য মুসলিম দেশ ও জাতির পবিত্রতা অবমাননার কোনো অধিকার ফ্রান্সের নেই।’
তিনি আরও বলেন, ‘ফরাসি প্রকাশনার অগ্রহণযোগ্য আচরণের নিন্দায় দেশটির সরকারের ব্যাখ্যা এবং ক্ষতিপূরণমূলক পদক্ষেপের জন্য অপেক্ষা করছে ইরান।’
ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রাণপুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি খামেনিকে আজীবনের জন্য দেশটির সর্বোচ্চ নেতা নিযুক্ত করা হয়েছে। রোজকার রাজনীতির ঊর্ধ্বে তিনি। এমনকি ইরানের অভ্যন্তরে তার সমালোচনাও নিষিদ্ধ।
ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কার্টুন ছেপে বিভিন্ন সময়ে আলোচনায় আসে শার্লি এবদো।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে ২০১৫ সালের জানুয়ারিতে প্যারিসে সাময়িকীর কার্যালয়ে প্রাণঘাতী হামলা চালানো হয়, যাতে ১২ জন নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ফ্রান্সের আদালত।