যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি রেলস্টেশনে বৃদ্ধের কান ও মুখের একাংশ কামড়ে ছিঁড়ে ফেলেন যুবক। তদন্তকারী প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ধারণা করছে, আটক ওই যুবক মাদকাসক্ত ছিলেন।
২৫ বছর বয়সী কোরিন ক্রেমার স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে ওরেগন অঙ্গরাজ্যের গ্রেশ্যামের ক্লিভল্যান্ড অ্যাভিনিউয়ের ম্যাক্স প্ল্যাটফর্মে ওই বৃদ্ধকে আক্রমণ করেন।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে সন্দেহভাজন যুবককে ৭৮ বছর বয়সী ওই বৃদ্ধের ওপর থেকে টেনে সরিয়ে নেন।
তারা দেখতে পায় হামলাকারী আক্রমণের সময় ছুরির পরিবর্তে তার দাঁত ব্যবহার করেছিলেন। তবে কেন তিনি ওই বৃদ্ধকে হামলা করেছিলেন তার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি।
পুলিশ জানায়, ‘অভিযুক্ত হামলাকারী ভুক্তভোগীর কান ও মুখের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলেন। জখমটি এতটাই গুরুতর ছিল যে ওই বৃদ্ধের মাথার খুলি পর্যন্ত দেখা যাচ্ছিল।’
পুলিশ জানিয়েছে, হামলার সময় প্রচুর পরিমাণে রক্ত দেখতে পেয়ে এটিকে ছুরিকাঘাতের হামলার ঘটনা বলে ধারণা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানায় প্রত্যক্ষদর্শীরা।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে, ওই হামলাকারী মাদকাসক্ত ছিলেন।
এ ঘটনায় তদন্তকারী প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ধারণা করছে, হামলার আগে ওই যুবক ফেনটানিল ও গাঁজা সেবন করেছিলেন।