ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে একদল দুষ্কৃতকারী। বিপ্লব দেবের অভিযোগ, সিপিএম আশ্রিত গুন্ডারা এই হামলা চালিয়েছে। যদিও বাম নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরে বিপ্লব দেবের আদি বাড়িতে একদল দুষ্কৃতকারী হামলা চালায়। জানালা-দরজা ভেঙে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন লাগানো হয় আশেপাশের কয়েকটি দোকান ও গাড়িতে। ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অভিযোগ, ‘সিপিএমের গুন্ডারা এই কাজ করেছে। সিপিএম একটা মিছিল করে আসছিল। সেই মিছিল থেকে হামলা চালানো হয়েছে।’
যদিও স্থানীয় সিপিএম নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
বিপ্লবের বাবা প্রয়াত হিরুধন দেবের বাৎসরিক কাজ করতে প্রতিবছর উদয়পুরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সেখানে বিপ্লবের অংশ নিতে যাওয়ার কথা ছিল। তার আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ফেব্রুয়ারিতেই ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালে বিপ্লবের নেতৃত্বে ৬০ আসনবিশিষ্ট ত্রিপুরায় ৩৬টি আসনে জয়লাভ করে সিপিএমকে সরিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন বিপ্লব দেব। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মেয়াদ শেষের আগেই বিজেপি নেতৃত্ব ২০২২ সালের মে মাসে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর আসনে বসান।
তবে ত্রিপুরা বিজেপিতে এখনো অন্যতম নেতা বিপ্লব দেব। যেকোনো মূল্যে ত্রিপুরায় ক্ষমতায় ধরে রাখতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে রাজ্যে ক্ষমতা হারিয়ে আবারও নিজেদেরকে প্রাসঙ্গিক করে তুলতে উঠেপড়ে লেগেছে সিপিএম, কংগ্রেস। লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূলও।
ত্রিপুরার বিধানসভার নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের ভোটের ময়দান।