বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইংরেজি বলতে বলতে হাত সাফাইয়ে কলকাতার তরুণী পকেটমারের দল

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১৩:৫৯

পুলিশ জানিয়েছে, ছত্তিশগড় থেকে আসা ওই নারীর দল কলকাতা শহরের কেপমারি করতেই এসেছে। উৎসবের ভিড়ে ঠাসা শহরের দর্শনীয় স্থানকে বেছে নিয়ে তারা হাত সাফাইয়ের কাজ করে। টেকনিক পাল্টে ইদানীং কেপমারির কাজে সুন্দরী নারীদের ব্যবহার করছে কেপমার গ্যাং।

জিন্স আর টপস পরা, স্ট্রেটনিং করা চুলের অল্প বয়সী নারী। হাতে দামি স্মার্টফোন। ঝরঝরে ইংরেজিতে কথা বলতে বলতে চালিয়ে যাচ্ছে হাত সাফাইয়ের কাজ।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নতুন বর্ষবরণের উৎসবকে টার্গেট করে এভাবেই একের পর এক পকেটমারিং (কেপমারি) চালিয়ে যাচ্ছে একদল তরুণী। সেই দলের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলিপুর চিড়িয়াখানা থেকে কেপমারি করে ফেরার পথে ১ জানুয়ারি শেকসপিয়র সরণিতে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে ছত্তিশগড়ের পকেটমার চক্রের ওই সদস্যরা।

এদিন দুপুরে কলকাতা পুলিশের একটি গোয়েন্দা দল শেকসপিয়র সরণিতে নজরদারি চালাচ্ছিল। পুলিশ সদস্যরা দেখতে পান, কয়েকজন নারী দলবেঁধে হেঁটে যাচ্ছেন। দেখে সন্দেহ হলে দাঁড় করিয়ে তল্লাশি করতেই তাদের ব্যাগ থেকে একাধিক মানিব্যাগ, স্মার্টফোন উদ্ধার হয়। এত মোবাইল ফোন, মানিব্যাগ কোথা থেকে এলো পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নারীরা কেপমারির কথা স্বীকার করে নেয়।

পুলিশ জানিয়েছে, ছত্তিশগড় থেকে আসা ওই নারীর দল কলকাতা শহরের কেপমারি করতেই এসেছে। উৎসবের ভিড়ে ঠাসা শহরের দর্শনীয় স্থানকে বেছে নিয়ে তারা হাত সাফাইয়ের কাজ করে। টেকনিক পাল্টে ইদানীং কেপমারির কাজে সুন্দরী নারীদের ব্যবহার করছে কেপমার গ্যাং।

দলের প্রধান মন্দা পুরওয়ারসহ গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছত্তিশগড় থেকে একটা বড় কেপমারির দল শহরে ঢুকেছে। বাকিদের খোঁজে শহরের দর্শনীয় স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।

এ বিভাগের আরো খবর