বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই সপ্তাহে ওড়িশায় ৩ রুশ মরদেহ

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১২:৪৮

জগৎসিংপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা এম বি আলদনাহ নামের জাহাজ থেকে ৫১ বছর বয়সী মিলিয়াকভের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জাহাজটির প্রধান প্রকৌশলী ছিলেন। 

ভারতের ওড়িশা রাজ্যে গত দুই সপ্তাহে মিলল তিন রুশ নাগরিকের মরদেহ। সর্বশেষ মঙ্গলবার একটি জাহাজ থেকে মিলিয়াকভ সের্গেই নামের রাশিয়ান নাগরিকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জগৎসিংপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা এম বি আলদনাহ নামের জাহাজ থেকে ৫১ বছর বয়সী মিলিয়াকভের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জাহাজটির প্রধান প্রকৌশলী ছিলেন।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মিলিয়াকভের মরদেহটি পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মিলিয়াকভের জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল।

পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট চেয়ারম্যান পি এল হারানন্দ রুশ নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

গত মাসে ওড়িশার রায়াগড়া শহরে রাশিয়ার এক এমপিসহ দুই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ৬৫ বছর বয়সী রুশ এমপি পাভেল আন্তোভের ইউক্রেন যুদ্ধের সমালোচক ছিলেন।

এ বিভাগের আরো খবর