বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘শুভ নববর্ষ’ লেখা ড্রোনে কিয়েভে হামলা

  •    
  • ৩ জানুয়ারি, ২০২৩ ১১:৪৫

ইউক্রেন সরকারের পক্ষ থেকে ড্রোনের ছবি পোস্ট করে লেখা হয়, নববর্ষ উদযাপনের ঠিক আগে উদ্ভট শুভেচ্ছা বার্তা লিখে কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া।

নতুন বছরের শুরুর দিনে ড্রোনে শুভ নববর্ষ লিখে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রে নেবিতোভ এমন একটি ড্রোনের ধ্বংসাবশেষের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যাতে রুশ ভাষায় লেখা, ‘শুভ নববর্ষ, বুম।’

কিয়েভের পুলিশপ্রধান ফেসবুক পোস্টে আরও বলেন, ‘ইরানের তৈরি শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষটি একটি খেলার মাঠে পড়েছিল। যেখানে সস্তা কথাগুলো লেখা ছিল। সন্ত্রাসী রাষ্ট্র এবং তার সেনাবাহিনী সম্পর্কে বুঝতে আপনাদের এসব জানতে হবে।’

এদিকে ইউক্রেন সরকারের পক্ষ থেকে ড্রোনের ছবি পোস্ট করে লেখা হয়, নববর্ষ উদযাপনের ঠিক আগে উদ্ভট শুভেচ্ছা বার্তা লিখে কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া।

ইউক্রেন সরকারের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, নববর্ষ উদযাপনের আগ মুহূর্তে রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো সোমবার বলেন, ‘নতুন বছরেও হামলা অব্যাহত ছিল। ওই সময় কিয়েভের দিকে আসা ৪০টি ড্রোন ২০টি ক্রুস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।‘

বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন বছর শুরুর প্রথম কয়েক ঘণ্টায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এ নিয়ে ইউক্রেনীয়রা উদযাপন করেছে।

অনেকেই নিজেদের বারান্দা থেকে চিৎকার করে বলেছেন, ‘জয় ইউক্রেনের! জয় বীরদের!'

এ বিভাগের আরো খবর