অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে মিসাইল হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তারা জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে মাকিভকা শহরের একটি ভবনে মিসাইল হামলা চালানো হয়। ভবনটিতে রুশ বাহিনী অবস্থান করছিল।
হামলার কথা স্বীকার করলেও নিহতের সংখ্যা নিয়ে ইউক্রেন মিথ্যাচার করেছে বলে দাবি রাশিয়ার। তাদের হিসাবে, হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সেনাদের থাকার একটি ভবনে আমেরিকার তৈরি হিমারস রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি রকেট ছুড়েছে। ছয়টির মধ্যে দুটি মিসাইল গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা।
যুদ্ধক্ষেত্রে হতাহতের বিষয়ে রাশিয়া খুব কম সময় মন্তব্য করেছে। বিবিসির রাশিয়ান সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেছেন, মারাত্মক হামলা ছিল এটি। এমন ঘটনায় কথা না বলা ছাড়া রাশিয়ার কাছে সম্ভবত কোনো বিকল্প ছিল না।
বেশ কয়েকজন রাশিয়ান ভাষ্যকার এবং ব্লগার হামলার কথা স্বীকার করেছেন। তবে তারা বলছেন, নিহতের সংখ্যা ইউক্রেনের দাবির চেয়ে কম।
রুশপন্থি ভাষ্যকার ইগোর গিরকিন বলেন, ‘হামলায় শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, কারণ অনেক মানুষ নিখোঁজ আছেন।
‘ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভবনে গোলাবারুদ মজুত করা হয়েছিল। এতে ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে।’
গিরকিন হলেন একজন সুপরিচিত সামরিক ব্লগার, যিনি ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের বিশাল অংশ দখল করার সময় রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নেতৃত্ব দিয়েছিলেন। রুশপন্থি অবস্থান সত্ত্বেও নিয়মিত রাশিয়ান সামরিক নেতৃত্ব এবং তাদের কৌশলের সমালোচনা করেন গিরকিন।
ইউক্রেনের সেনাবাহিনীর মতে, আনুমানিক ৪০০ জন নিহতের পাশাপাশি ৩০০ জন আহত হয়েছেন।