বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর তুলে মদ সস্তা করল দুবাই

  •    
  • ২ জানুয়ারি, ২০২৩ ২০:০১

রোববার কার্যকর হওয়া পদক্ষেপটি স্থায়ী হবে কি না, তা স্পষ্ট নয়। ফাইন্যান্সিয়াল টাইমস এ পদক্ষেপটিকে এক বছরের ট্রায়াল হিসেবে বর্ণনা করেছে।

অ্যালকোহলের ওপর ৩০ শতাংশ কর বাতিল করেছে দুবাই সরকার। বন্ধ হয়েছে ব্যক্তিগত অ্যালকোহল লাইসেন্সের চার্জও। এক ঘোষণায় রোববার এসব জানায় দুবাই কর্তৃপক্ষ।

পরিস্থিতি বিবেচনায় প্রায়ই আইন শিথিল করতে দেখা যায় দুবাই শাসকদের। এর আগে পবিত্র রমজানের সময় দিনের বেলায় অ্যালকোহল বিক্রির অনুমতি দেয়ার পাশাপাশি মহামারি চলাকালীন হোম ডেলিভারির অনুমতি দিয়েছে দুবাই সরকার।

সর্বশেষ এই পদক্ষেপটি প্রতিবেশীদের প্রতিযোগিতার মুখে শহরটিকে বিদেশিদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার একটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

মেরিটাইম অ্যান্ড মার্কেন্টাইল ইন্টারন্যাশনাল (এমএমআই) এবং আফ্রিকান অ্যান্ড ইস্টার্ন নামে দুটি প্রতিষ্ঠান পর্যটন নগরী দুবাইয়ে অ্যালকোহল বিতরণ করে। তারা জানিয়েছে, ভোক্তাদের জন্য ‘ট্যাক্স কাট’ দ্রুত তারা বাস্তবায়ন করবে।

এমএমআই মুখপাত্র টাইরন রিড বলেন, ‘১০০ বছরেরও বেশি আগে দুবাইতে আমাদের কার্যক্রম শুরু করি। আমিরাতের ব্যবস্থাপনাটি সে সময় থেকেই দুর্দান্ত।

‘নতুন নিয়মগুলো দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতে অ্যালকোহলযুক্ত পানীয়ের নিরাপদ এবং দায়িত্বশীল কেনা-বেচা নিশ্চিত করার জন্য সহায়ক হবে।’

রোববার কার্যকর হওয়া পদক্ষেপটি স্থায়ী হবে কি না, তা স্পষ্ট নয়। ফাইন্যান্সিয়াল টাইমস এ পদক্ষেপটিকে এক বছরের ট্রায়াল হিসাবে বর্ণনা করেছে।

উপসাগরীয়দের ‘পার্টি ক্যাপিটাল’ হিসেবে পরিচিত দুবাইয়ের বাসিন্দারা সাধারণত বিপুল অ্যালকোহল কেনার জন্য উম্ম আল-কুওয়াইন এবং অন্যান্য আমিরাতের দিকে যান৷

উদার জীবনধারার সহনশীলতার কারণে দুবাই ঐতিহাসিকভাবে তার প্রতিবেশীদের চেয়ে বেশি পর্যটক এবং ধনী বিদেশি কর্মীদের আকৃষ্ট করে। তবে বর্তমান প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে দুবাই।

দুবাইয়ের অমুসলিম বাসিন্দাদের বাড়িতে অ্যালকোহল পান, পরিবহন বা সঞ্চয় করার জন্য কমপক্ষে ২১ বছর বয়সী হতে হয়। অ্যালকোহল লাইসেন্স করানো বাধ্যতামূলক।

এ বিভাগের আরো খবর