দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এ নিয়ে সর্বমোট ৩৩ বছরের কারাদণ্ড পেলেন তিনি।
মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সরকারের একটি আদালত শুক্রবার সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
এতে বলা হয়, মিয়ানমারের জান্তা সরকারের একটি আদালত দুর্নীতির পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সু চিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। হেলিকপ্টার ইজারা ও এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের কোনো বক্তব্য পায়নি রয়টার্স।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দি রয়েছেন সু চি। গত ১৮ মাসে মিয়ানমারের জান্তা সরকার গঠিত আদালতে ১৯টি অভিযোগে বিচারের সম্মুখীন হয়েছেন তিনি। একে লজ্জা হিসেবে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাগুলো।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে সু চিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।
বিবিসি বলছে, মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত দুই হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছেন।