আফ্রিকার দেশ নাইজেরিয়ার গাড়িচাপায় ৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বের শহর ক্যালাবারে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ফেডারেল রোড সেফটি কর্পসের স্থানীয় কমান্ডার মাইকানো হাসান বলেন, ‘ক্যামেরুন সীমান্তের কাছে একটি টয়োটা ক্যামরি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি কার্নিভালে ঢুকে পড়ে।
‘এতে সাতজন মারা গেছেন এবং ২৯ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর। চালক বেঁচে গেলেও আহত হয়েছেন।’
স্থানীয় মিডিয়াগুলো বলছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন। অন্যদিকে বিবিসি মৃতের সংখ্যা ১৪ বলছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, করোনার কারণে দুই বছর পর এই কার্নিভালের আয়জন করা হয়েছিল। এটিকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি অনেক বিদেশি পর্যটক নাইজেরিয়ায় আসেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি আরও জানায়, গাড়ির চালক মদ্যপ ছিলেন। এ কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।