মস্কোর প্রস্তাব না মানলে রুশ সেনারা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার ‘নতুন অঞ্চল’ নিয়ে প্রস্তাবগুলো মানতে হবে। নতুবা রুশ সামরিক বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নেবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা-তাস এ খবর ছেপেছে।
ল্যাভরভ সোমবার বলেন, ‘শত্রুরা আমাদের প্রস্তাব সম্পর্কে যথেষ্ট সচেতন। আমরা অঞ্চলগুলোতে নিরস্ত্রীকরণ চাই। সেখান থেকে ইউক্রেনীয় সেনাদেরও সরে যেতে হবে। ডিএনআর, এলএনআর, খেরসন এবং জাপোরিঝিয়া-তে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সবকিছু সরিয়ে ফেলতে হবে।
‘অনেক দেরি হওয়ার আগে আমাদের প্রস্তাবগুলোকে মানতে হবে। অন্যথায় রাশিয়ান সেনাবাহিনী বিষয়গুলো নিজের হাতে নেবে।
‘যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটন হাতে। তারা যে কোনো মুহূর্তে এই নিরর্থক প্রতিরোধ বন্ধ করতে পারে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। সেপ্টেম্বরে ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চল দখল করে গণভোটের মাধ্যমে এই চার অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনে যুক্ত করেন পুতিন। এর আগে ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে পুতিন বাহিনী।
শুরু থেকেই রাশিয়ার গণভোটকে অস্বীকার করছে ইউক্রেন ও পশ্চিমারা। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ এনেছে তারা। শুধু তাই নয়, বেদখল হওয়া সব অঞ্চল রাশিয়ার কাছ উদ্ধার করার প্রতিজ্ঞা করেছে ইউক্রেনের সেনারা।