ভারতের কলকাতার একটি বারে মারামারি ও ভাঙচুরের অভিযোগে বাংলাদেশি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে ।
গ্রেপ্তাররা হলেন- সিরাজুল খান ও নাইফু খান। তারা দুজনই গাজীপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, মদ পানের পর বাবা ও ছেলের মধ্যে ঝামেলা শুরু হলে বারের কর্মীরা তাতে বাধা দেন। এরপর তাদের ওপর চড়াও হন ওই দুই বাংলাদেশি। এ ঘটনায় সুজিত বক্সী ও শংকর রুদ্র নামে বারের দুই কর্মী আহত হন ।
পরে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। পরে বার কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারদের খবর কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসকে জানানো হয়েছে। তাদের ভিসা পাসপোর্ট সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য কমিশনকে অনুরোধ করা হয়েছে।’