বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেক্স ডল আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল সাউথ কোরিয়া

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২২ ১২:৩৮

কোরিয়া কাস্টমস সার্ভিস জানায়, প্রাপ্তবয়স্কদের আদলে তৈরি সেক্স ডল আমদানিতে অনুমতি দেয়া হয়েছে, তবে অপ্রাপ্তবয়স্কদের আদলের পুতুল এখনও নিষিদ্ধ। এ ছাড়া তারকা বা বিখ্যাত ব্যক্তির আকারের সেক্স ডলও আমদানি করা যাবে না।

গত কয়েক বছর ধরে চলা বিতর্কের পর অবশেষে সেক্স ডল আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সাউথ কোরিয়া।

কোরিয়া কাস্টমস সার্ভিসের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোরিয়া কাস্টমস সার্ভিস জানায়, প্রাপ্তবয়স্কদের আদলে তৈরি সেক্স ডল আমদানিতে অনুমতি দেয়া হয়েছে, তবে অপ্রাপ্তবয়স্কদের আদলের পুতুল এখনও নিষিদ্ধ। এ ছাড়া তারকা বা বিখ্যাত ব্যক্তির আকারের সেক্স ডলও আমদানি করা যাবে না।সংস্থাটি আরও জানায়, গত চার বছরে সাউথ কোরিয়ায় আসা সহস্রাধিক সেক্স ডল জব্দ করা হয়।

সেক্স ডল সাউথ কোরিয়ায় অবৈধ নয়, তবে ২০১৮ সালে এটি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরই সাউথ কোরিয়া সরকার মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

সেক্স ডল আমদানি নিষেধাজ্ঞার আইনে পণ্যটিকে সাউথ কোরিয়ার ঐতিহ্য ও জনগণের নৈতিকতার জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়।

পরে আমদানিকারকরা এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আদালতের শরণাপন্ন হন। তারা দাবি করেন, এটি মানুষের মর্যাদাকে আঘাত করে না।

২০১৯ সালে সাউথ কোরিয়ার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, সেক্স ডল মানুষ ব্যক্তিগতভাবে ব্যবহার করে। এটি পর্নোগ্রাফির মতোই বৈধ, তবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

সাউথ কোরিয়ায় সেক্স ডল আমদানি নিষিদ্ধের জন্য একটি আবেদনে প্রায় আড়াই লাখ মানুষ সই করেন। ওই আবেদনে বলা হয়, এমন পুতুলের আমদানি দেশটিতে যৌন অপরাধ বাড়াবে।

এ বিভাগের আরো খবর