বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতা বিমানবন্দরে ব্রিটিশ নারীর করোনা শনাক্ত

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৪

রোববার রাত ১২টা ৪০ মিনিটে বুদ্ধগয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার দমদম বিমানবন্দরে নামেন ওই নারী। বিমানবন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার প্রতিবেদন করোনা পজিটিভ আসে ।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আসা এক ব্রিটিশ নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার রাত ১২টা ৪০ মিনিটে বুদ্ধগয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার দমদম বিমানবন্দরে নামেন ওই নারী। বিমানবন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার প্রতিবেদন করোনা পজিটিভ আসে ।

তাকে তাৎক্ষণিক বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে গিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। ওই নারীর সঙ্গে আসা বিমানের বাকি যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক ওই নারীর নাম কিলবানে কিরাতি মেরি। তার সঙ্গে একই বিমানে আসা ৩৩ জন যাত্রীর সবারই অবশ্য করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে ।

৪৮ বছরের মেরি করোনাভাইরাসের কোন ধরনে আক্রান্ত হয়েছেন তা জানার জন্য তার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসে। সেখানে কোভিড মোকাবিলায় হাসপাতালগুলোর করোনা চিকিৎসার পরিকাঠামো, অক্সিজেন, ভেন্টিলেটর এবং অন্য সবকিছু ঠিক আছে কি না তা খতিয়ে দেখতে আলোচনা হয়।

চীনের পাশাপাশি জাপান,হংকং, কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণ সম্প্রতি বেড়েছে । করোনার নতুন ধরন বিএফ -৭ পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে ।

ভারতের বিমানবন্দরগুলোতে এখনও বিধিনিষেধ জারি না হলেও সতর্কতা হিসেবে ভারত সরকার সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বাড়িয়েছে।

এ বিভাগের আরো খবর