বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারীদের কাজে নিষেধাজ্ঞা: আফগানিস্তানে ৫ এনজিওর কার্যক্রম স্থগিত

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩

তালেবান নেতৃত্বাধীন সরকার শনিবার জানায়, আফগানিস্তানে এনজিওতে নারীরা কাজ করতে পারবেন না। নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার কয়েক দিনের মধ্যে নতুন এ নির্দেশ জারি করে তালেবান।

আফগানিস্তানে পাঁচটি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) তাদের কার্যক্রম স্থগিত করেছে। তালেবান দেশি-বিদেশি বেসরকারি সংস্থায় দেশটির নারীদের কাজ করা নিষিদ্ধ ঘোষণার পর এনজিওগুলো এ সিদ্ধান্তের কথা জানায়।

সংস্থাগুলো হলো কেয়ার ইন্টারন্যাশনাল, দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), সেভ দ্য চিলড্রেন, ইসলামিক রিলিফ ও দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নারী কর্মীদের ছাড়া কাজ চালানো সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাগুলো।

দেশটির তালেবান নেতৃত্বাধীন সরকার শনিবার জানায়, আফগানিস্তানে এনজিওতে নারীরা কাজ করতে পারবেন না। নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার কয়েক দিনের মধ্যে নতুন এ নির্দেশ জারি করে তালেবান।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব দাবি করেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোতে কর্মরত নারী কর্মীরা পোশাকবিধি মানছেন না।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না বলেও জানান তিনি।

নিষেধাজ্ঞা না মানলে সংস্থাগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার।

নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা আসার পর কেয়ার ইন্টারন্যাশনাল, এনআরসি ও সেভ দ্য চিলড্রেন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় নারীদের সহযোগিতা না পেলে ২০২১ সালের আগস্ট থেকে লাখও আফগানের প্রয়োজনে তাদের কাছে তারা পৌঁছাতে পারত না।

বিবৃতিতে বলা হয়, ‘তালেবানের এ নির্দেশ শোনার পর আমরা কার্যক্রম স্থগিত করেছি। আফগানিস্তানে আমাদের পরিচালিত জীবন রক্ষাকারী কর্মকাণ্ডে যাতে নারী ও পুরুষ সমানভাবে সহযোগিতা করে যেতে পারবে, সেই দাবি জানাচ্ছি।’

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) বলেছে, আফগানিস্তানজুড়ে আমাদের প্রায় ৩ হাজার নারী কর্মী রয়েছে। আমাদের সেবা আফগানদের পৌঁছে দিতে আমরা সব পর্যায়ের নারী কর্মীর ওপর নির্ভরশীল। যদি তাদের কাজ বন্ধ করে দেয়া হয়, তবে আমরা প্রয়োজনের সময় সেবা পৌঁছাতে পারব না।

তালেবান সরকার এনজিওতে কর্মরত নারীদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ইসলামিক রিলিফ তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক শীর্ষ সমন্বয়ক রমিজ অলকবারোভ বলেন, জাতিসংঘ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে চেষ্টা করছে। এটি পুরো মানবিক সহায়তাকারী সম্প্রদায়গুলোর জন্য একটি লালরেখা।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, এনজিওগুলোতে দেশটির নারীদের কাজ করার ওপর থেকে তালেবান নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে জাতিসংঘ মানবিক সহায়তা বন্ধ করে দিতে পারে।

তবে তালেবান তাদের আদেশে আসলে কী বোঝাতে চেয়েছে, তা পরিষ্কার নয় বলে জানান রমিজ। কারণ হিসেবে তিনি বলেন, ‘তালেবানের স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘকে বলেছেন, সংস্থাটি তাদের স্বাস্থ্যসংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারবে এবং নারীরাও এ-সংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারবেন।’

এ বিভাগের আরো খবর