বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালয়েশিয়ায় ভূমি ধসে ১৩ মৃত্যু, নিখোঁজ ২৫

  •    
  • ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৩৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি জৈব খামারের ক্যাম্পসাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টায় ভূমিধসের ঘটনা ঘটে।কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরের ওই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ভূমি ধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার স্থাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।।

এতে বলা হয়, সেলাঙ্গর রাজ্যে একটি জৈব খামারের ক্যাম্প সাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টায় ভূমিধসের এই ঘটনা ঘটে। কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরের ওই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জালিহা মুস্তফা জানিয়েছেন, এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। এখন পর্যন্ত ৬০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

হুলু সেলাঙ্গর জেলা পুলিশের প্রধান সুফিয়ান আবদুল্লাহ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভূমি ধসে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পাঁচ বছরের এক শিশুও রয়েছে। প্রায় ৪০০ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্প সাইটে আনুমানিক ৩০ মিটার উচ্চতা থেকে ভূমিধস হয়।

মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী নিক নাজমি নিক আহমেদ শুক্রবার এক টুইটবার্তায় বলেন, ‘আমি প্রার্থনা করছি যে, নিখোঁজরা যাতে শিগগিরই উদ্ধার হয়। উদ্ধার দল শুরু থেকেই কাজ করছে।’

সেলাঙ্গরে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটে। রাজ্যটিতে এখন বর্ষা মৌসুম চলছে, তবে সেখানে এখনও ভারি বৃষ্টি বা ভূমিকম্প রেকর্ড করা হয়নি।

এ বিভাগের আরো খবর