বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২২ ১৮:০৪

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে ৫ হাজার মানুষকে কম্বল দেয়ার কথা বলা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন প্রায় ৮ হাজার মানুষ। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়।

একটি ধর্মীয় অনুষ্ঠানে কম্বল বিতরণে যোগ দিয়েছিলেন বিরোধী দলের নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। কয়েকটি কম্বল বিলি করে তিনি চলে যাওয়ার পর কম্বল নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ি ও দৌড়াদৌড়িতে পদপিষ্ট হয়ে এক কিশোরীসহ তিন নারীর মৃত্যু হয়। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের আসানসোল হাসপাতালে চিকিৎসা চলছে।

বুধবার ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গা এলাকায়। সেখানে জেলার অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে শিব চর্চার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে ৫ হাজার মানুষকে কম্বল দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন প্রায় ৮ হাজার মানুষ। এদের অধিকাংশই নারী।

আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘ওই অনুষ্ঠানে বিধানসভার বিরোধী দল নেতা এসেছিলেন। সেখানে কম্বল বিতরণ কর্মসূচি ছিল। দৌড়াদৌড়ি চাপাচাপিতে তিন জন মারা গেছেন। এ ছাড়া অনেকে আহত হয়েছেন। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি । কয়েকজন গরিব মানুষ মারা গিয়েছেন। তাদের পরিবারের পাশে আছি আমরা।’

এই ঘটনায় শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়ায় জানান, ‘এই ঘটনা ঘটা উচিত ছিল না। আমি চলে আসার এক ঘণ্টা পরে ঘটেছে।’

তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, ‘একটি সভা যেটির পুলিশি অনুমতি নেই, অনুমতি নেয়ার বালাই নেই, একটি বেআইনি সভা। গরিব মানুষকে কম্বল দেয়ার নাম করে ডেকে এনে অল্প জায়গায় সভা করা হয়েছে। গরিব মানুষকে নিয়ে ছেল খেলা করতে পদক্লিষ্ট হয়ে তিন জনের মৃত্যু। শুভেন্দুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। অনুমতি না নিয়ে সভা করতে গিয়ে সেখানে মৃত্যু ডেকে আনা হয়েছে। বিষয়টি তদন্তকারীরা দেখুন।’

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে তাদের তরফে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর