বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড়দিনেও যুদ্ধ চলবে: রাশিয়া

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২২ ১০:২২

যুদ্ধ সমাপ্তি নিয়ে আলোচনা করছে না রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে বুধবার থেকে কিয়েভের পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে মস্কো।

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনেও ইউক্রেনে যুদ্ধ চলবে বলে জানিয়েছে রাশিয়া।

মস্কো বলছে, ওই সময়ে কোনো যুদ্ধবিরতি দেয়া হবে না, যদিও এর মধ্যে বন্দিবিনিময় চুক্তিতে দুই দেশেরই কয়েক ডজন বন্দি মুক্তি পেয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বুধবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুদ্ধ শেষ করতে কোনো আলোচনা করছে না রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে বুধবার থেকে কিয়েভের পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুতও হয়েছে লাখো মানুষ।

জাতির উদ্দেশে দেয়া নিয়মিত ভাষণে স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ থেমে নেই। রাশিয়ার উচিত যুদ্ধ থামানোর প্রক্রিয়া শুরু করতে বড়দিনের আগে চলতি সপ্তাহেই সেনা সরানো শুরু করা।’

পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা বড় এ যুদ্ধ থামানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার কাছে ভূখণ্ড হারানোর বিষয়টি মেনে নিতে হবে, তাহলেই কোনো অগ্রগতি সম্ভব।

শান্তি আলোচনা না চললেও সম্প্রতি বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের কয়েক শ বন্দি মুক্তি পেয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের এক নাগরিকসহ কয়েক ডজন বন্দি রাশিয়া থেকে ছাড়া পেয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

যুক্তরাষ্ট্রের নাগরিককে ছেড়ে দেয়ার বিষয়ে দেশটির নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা অবশ্যই এ খবরকে স্বাগত জানাই।’

এ বিভাগের আরো খবর