রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে।
ইউক্রেনের সেনারা কয়েকটি এলাকা পুনরুদ্ধারের পর রাশিয়া দেশটির বৈদ্যুতিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এমন পরিস্থিতিতে আমেরিকার এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্যাট্রিয়টের উৎপাদনকারী কোম্পানি রেথিয়ন জানায়, ২০১৫ সাল থেকে এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উল্লেখ করে আমেরিকান সেনাবাহিনী জানায়, এ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নিয়ন্ত্রণ স্টেশন, পাওয়ার জেনারেটর ও আটটি লঞ্চার থাকবে।
আমেরিকান সেনারা প্রথম প্যাট্রিয়ট ব্যাটালিয়ন সক্রিয় করে ১৯৮২ সালে। ১৯৯১ সালে কুয়েত যুদ্ধের আগ পর্যন্ত এটি ব্যবহার করা হয়নি। কুয়েতে ইরাকি বাহিনীর যুদ্ধবিমান ভূপাতিত করতে এ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়।
যুদ্ধ শুরুর দিকে ইউক্রেনের কাছে থাকা সোভিয়েত যুগের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়েই প্রতিরোধ গড়ে কিয়েভ। পরে যুক্তরাষ্ট্র নাসামস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয় ইউক্রেনকে। জার্মানিও কিয়েভে আইরিস টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠায়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র হক ও এস-৩০০ নামের পুরোনো আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও পাঠিয়েছে ইউক্রেনে।