ভারতের অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দুই দেশের মধ্যে সীমান্ত বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) এ সংঘর্ষের ঘটনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সীমান্ত অতিক্রম করে চীনা সেনারা ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই দেশের সেনারাই নিজেদের দেশে ফিরে গেছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে ২০২০ সালের জুনে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নয়া দিল্লির দাবি, ওই সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হন। চীনের ৪০ সেনা হতাহত হন।
এ ঘটনার পর দুই দেশের সামরিক বাহিনীর কমান্ডারদের মধ্যে বৈঠক হয়। পরবর্তী সময়ে বৈঠকে হওয়া সমঝোতা অনুযায়ী, দুই দেশই সীমান্ত থেকে সেনা সরাতে শুরু করে।
লাদাখে ওই সংঘর্ষের আড়াই বছর পর আবারও দ্বন্দ্বে জড়ালো চীন ও ভারতের সেনারা। সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সীমান্ত নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে অরুণাচলে ২০০৬ সাল থেকে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে।
সূত্রগুলো বলছে, অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের সীমান্ত নিয়ে চীন ও ভারতের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। উভয় দেশই সীমান্তের কিছু অংশকে নিজেদের বলে দাবি করে টহল দেয়। ২০০৬ সাল থেকে এমন টহল চলছে।