বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাম্বিয়ায় রাস্তার পাশে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২২ ১০:২১

জাম্বিয়ার পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানান, নোগোরেরে এলাকার বাসিন্দারা রাস্তার পাশে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীরা ইথিওপিয়ার নাগরিক। ট্রানজিট হিসেবে জাম্বিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় দম বন্ধ হয়ে তারা মারা যান।

আফ্রিকার দেশ জাম্বিয়ার একটি রাস্তার পাশ থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের দাবি, মৃত ব্যক্তিরা সবাই অভিবাসনপ্রত্যাশী। ইথিওপিয়া থেকে তারা সেখানে গিয়েছিলেন।

ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির রাজধানী লুসাকার উত্তরে নোগোরেরে এলাকা থেকে রোববার মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ব্যক্তিদের সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। জীবিত উদ্ধারকারীও পুরুষ।ইথিওপিয়ান অভিবাসনপ্রত্যাশীরা দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে যাওয়ার জন্য ট্রানজিট হিসেবে জাম্বিয়ার ভেতর দিয়ে ভ্রমণ করে থাকে।

জাম্বিয়ার পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানান, নোগোরেরে এলাকার বাসিন্দারা রাস্তার পাশে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীরা ইথিওপিয়ার নাগরিক। ট্রানজিট হিসেবে জাম্বিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় দম বন্ধ হয়ে তারা মারা যান।

ড্যানি এমওয়ালে জানান, এ ঘটনায় জীবিত ব্যক্তিকে উদ্ধার করে লুসাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

এই ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে অক্টোবরে পাশের মালাউই এলাকা থেকে একটি গণকবরে ইথিওপিয়ার অভিবাসনপ্রত্যাশীদের ২৫টি মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

এ বিভাগের আরো খবর