বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শান্তির নোবেল হস্তান্তর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ডিসেম্বর, ২০২২ ১৯:৫১

মানবাধিকার-গণতন্ত্র নিয়ে কাজ করা বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি, রাশিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজ এবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।

মানবাধিকার-গণতন্ত্র নিয়ে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে উঠল এবারের নোবেল শান্তি পুরস্কার। বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি এবং যুদ্ধরত দুই দেশ ইউক্রেন-রাশিয়া ভিত্তিক দুই মানবাধিকার সংগঠনকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

শনিবার নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হয়। তবে বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি জেলে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী।

এ ছাড়া রাশিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজের প্রতিনিধিদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়।

নোবেল পুরস্কারের ওয়েবসাইট নোবেল ডট ওআরজি ও এ-সংক্রান্ত ফেসবুক পেজে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখানো হয়।

নোবেল কমিটি পুরস্কারপ্রাপ্তদের বিষয়ে জানায়, ‘পুরস্কারজয়ী ব্যক্তি ও সংগঠন নিজেদের দেশে নাগরিক সমাজের প্রতিনিধি। তারা দীর্ঘদিন ধরে মানবাধিকার সংরক্ষণে কাজ করছেন। একই সঙ্গে ক্ষমতার কেন্দ্রে থাকাদের সমালোচনার পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায়ও কাজ করছেন তারা।

শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য তুলে ধরেছেন নোবেল জয়ী ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নথি তৈরিতে তারা দেখিয়েছেন অসাধারণ কর্মদক্ষতা।’

গত বছর মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ শান্তিতে নোবেল পুরস্কার পান।

অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি

বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি কারাগারে থাকা অবস্থায় নোবেল শান্তি পুরস্কার পান। তিনি মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ভিয়াসনার প্রতিষ্ঠাতা।

বিয়ালিয়াৎস্কি বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারের বিভিন্ন দুর্নীতি, নিপীড়ন এবং অন্যায়ের তথ্য নিয়ে কাজ করেন। তিনি লুকাশেঙ্কোকে ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেন।

২০২১ সালে তিনি জাতীয় ভোটের দাবিতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন। ব্যাপক বিক্ষোভের পর তাকে কারাগারে পাঠানো হয়।

এরআগে, ২০১১ সালে কর ফাঁকির অভিযোগে বিয়ালিয়াৎস্কিকে তিন বছরের জন্য কারাগারে পাঠানো হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। সরকারের সমালোচনা বন্ধ করতে তাকে কারাগারে পাঠানো হয় বলে দাবি করেন তার সমর্থকরা।

২০০৬-০৭ এই দুই বছরেও নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন।

রাশিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা মেমোরিয়াল

রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল সোভিয়েত নিপীড়নের ভয়াবহতা নিয়ে কাজ করছে। ১৯৮৭ সালে পদার্থবিজ্ঞানী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আন্দ্রেই সাখারভ এর সহ-প্রতিষ্ঠাতা।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংস্থাটির কার্যক্রমকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছেন। ‘বিদেশি এজেন্ট’ আইনকে সামনে এনে ২০২১ সালের ডিসেম্বরে আদালতের আদেশে সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

সোভিয়েত সময়ে বিভিন্ন যুদ্ধ, সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন এবং জনগণের ওপর দুর্দশার তথ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

ইউক্রেনভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিজ

মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে সেন্টার ফর সিভিল লিবার্টিজ। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি দখলকৃত এলাকায় বেসামরিক জনগণের ওপর পরিচালিত অত্যাচার-নিপীড়ন ও যুদ্ধাপরাধের তথ্য নথিভুক্ত শুরু করে।

আন্তর্জাতিক অপরাধ আদালতসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে তারা কাজ করছে। সংস্থাটি ইউক্রেনের দখলকৃত অংশ থেকে বেসামরিক লোকদের জোরপূর্বক স্থানান্তরের বিষয়টি সামনে আনে। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় নেতা, স্বেচ্ছাসেবক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ওপর পরিচালিত নিপীড়ন ও তাদের নিখোঁজ হওয়ার তথ্য সংগ্রহ করে তারা।

চলতি বছরে নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয় গত ৩ অক্টোবর।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

এ বিভাগের আরো খবর