বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাইলট ছাড়া যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাজ্য-ইতালি-জাপান

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৩:২৫

বিমানে থাকছে হবে অত্যাধুনিক সেন্সর। এছাড়া পাইলটকে চরম চাপের মধ্যে সাহায্য করার জন্য থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর সাহায্য এই যুদ্ধবিমান পাইলট ছাড়াই চলতে পারবে ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।

যৌথভাবে নতুন একটি যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি ও জাপান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নিরাপত্তা সম্পর্ক জোরদার ও যুক্তরাজ্যে মানুষের কাজের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চীন ও তাইওয়ানের মধ্যে চলা উত্তেজনার মধ্যে জাপানের নিরাপত্তায় সহায়তা করবে নতুন এ বিমান।

যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হয়েছে। এতে থাকছে হবে অত্যাধুনিক সেন্সর। এছাড়া পাইলটকে চরম চাপের মধ্যে সাহায্য করার জন্য থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর সাহায্য এই যুদ্ধবিমান পাইলট ছাড়াই চলতে পারবে ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের যুদ্ধবিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। অন্যান্য দেশগুলো এখনও এই প্রকল্পে যোগ দিতে পারে। যুদ্ধবিমান এফ থার্টিফাইভ তৈরি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এদিকে ফ্রান্স, জার্মানি এবং স্পেন ইতিমধ্যেই নিজস্ব আলাদা ডিজাইনে যুদ্ধবিমান তৈরির কাজ করছে।

এ বিভাগের আরো খবর