ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া এক আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম মোহসেন শেকারি, যার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
- আরও পড়ুন: ইরানে চলতি বছরে রেকর্ড ফাঁসি কার্যকর
প্রতিবেদনে বলা হয়, তেহরানে এক নিরাপত্তা বাহিনীর সদস্যকে ছুরি মেরে জখম করেন অভিযুক্ত ওই ব্যক্তি। ইরানের সর্বোচ্চ আদালত অভিযুক্তের আপিল প্রত্যাখ্যান করেছে। পুলিশের ওপর হামলাকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালানোর অপরাধ উল্লেখ করে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
- আরও পড়ুন: ইরানে নৈতিকতা পুলিশ বিলুপ্ত
সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের ভয় দেখানোর জন্য আন্দোলনে অংশ নেয়া ২১ জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে চাইছে ইরান।
ইরানে চলতি বছর রেকর্ড পাঁচ শতাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।
- আরও পড়ুন: বিক্ষোভ নিয়ে জাতিসংঘের তদন্ত চায় না ইরান
সংস্থাটি জানায়, চলতি বছর ইরানে কমপক্ষে ৫০৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ। এ বছর আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দেশটি কাজ করছে।
ইরানে এ পর্যন্ত ছয় বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আইএইচআর জানায়, আইনজীবী ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।