বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত,পালাচ্ছে মানুষ

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ২০:৫১

ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় জনগণ পালাতে শুরু করেছে। তাদের উদ্ধারে কাজ করছে ইন্দোনেশিয়া সরকার।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু পর্বতের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে করে ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় জনগণ পালাতে শুরু করেছে। তাদের উদ্ধারে কাজ করছে ইন্দোনেশিয়া সরকার।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর আকাশে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের কুণ্ডলী তৈরি হয়। আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি হতে পারে বলে আশঙ্কা করেছে জাপান।

অগ্ন্যুৎপাতে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলক্যানোলোজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমজি) একটি বিবৃতিতে জানায়, অগ্ন্যুৎপাতের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেমেরু পর্বত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। শনিবার দিনগত রাত ২টা ৪৬ মিনিটে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পূর্ব জাভা প্রদেশের আগ্নেয়গিরির কাছে বসবাসকারী শিশু এবং বয়স্কদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। এখন পর্যন্ত ৯৩ জন বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

পিভিএমজির প্রধান হেন্দ্রা গুনাওয়ান বলেন, ‘চলতি বছর ২০২১ ও ২০২০ সালের চেয়েও বেশি ম্যাগমা বের হওয়ার সম্ভাবনা বেশি।’ ইন্দোনেশিয়ার প্রাণকেন্দ্র হলো জাভা। এই প্রদেশেই দেশটির রাজধানী জাকার্তা অবস্থিত। জাভা দ্বীপের সর্বোচ্চ পর্বত হলো সেমেরু। এর উচ্চতা ১২ হাজার ফুট।

গত মাসে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পরই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। ওই ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় ৩ শতাধিক মানুষ নিহত হন। বিশ্বে যে কয়েকটি দেশে সক্রিয় আগ্নেয়গিরি আছে ইন্দোনেশিয়া তাদের মধ্যে একটি। এগুলোতে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর