ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার অভিযোগে অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা চরমে উঠেছে। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে গাজা উপত্যকায় বোমা হামলা করা হয়েছে। গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে হামাসের অস্ত্র তৈরির স্থাপনা এবং ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী হামাসের উদ্দেশে বলেছে, হামাসের রাতারাতি স্ট্রাইক বাহিনী গঠনে বাধা দেয়ার অগ্রগতি অব্যাহত রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়।
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলা একটি খোলা জায়গায় করা হয়েছে। এতে কেউ হতাহত হননি।
ইসরায়েলের বোমা হামলার জবাবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার ইসরায়েলি সেনার হাতে ২৩ বছর বয়সী আম্মার মুফলেহ নামে এক ফিলিস্তিনি যুবক হত্যার ক্ষোভের পরে গাজায় বিমান হামলা করা হয়।
আম্মার মুফলেহর মৃত্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শোক জানিয়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফরেন পিলিসি চিফ জোসেপ বোরেল বিবৃতি দিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
বিবৃতিতে জোসেপ বলেন, ‘গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হাতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ শুক্রবার ইসরায়েলি সেনার হাতে ফিলিস্তিনি যুবক আম্মার মুফলেহ নিহত হয়েছেন। এ ধরনের ঘটনায় অবশ্যই তদন্ত হওয়া উচিত। এর জবাবদিহিও দরকার।’