কেলেঙ্কারির পরও সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পদত্যাগ করবেন না।
‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে পদত্যাগের দাবির পর রামাফোসার মুখপাত্র এ কথা জানিয়েছেন।
রামাফোসা ২০২০ সালে তার ফার্ম থেকে ৪০ লাখ ডলার চুরির ঘটনা ধামাচাপা দেন বলে অভিযোগ আছে। তা ছাড়া চোরদের মুখ বন্ধ করতে ঘুষ দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রামাফোসা তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং দুর্নীতিবিরোধী আইনও ভঙ্গ করেছেন। একটি স্বাধীন সংসদীয় তদন্ত প্যানেলের তিন খণ্ডের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
প্যানেলের প্রতিবেদনটি এরই মধ্যে পার্লামেন্টে হস্তান্তর করা হয়েছে। এটি যাচাই করে দেখার পর রামাফোসার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে রামাফোসার দাবি, মহিষ বিক্রি থেকে এ অর্থ এসেছে।
সাউথ আফ্রিকায় ২০২৪ সালে সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে রামাফোসা তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে আগামী মাসে অনুষ্ঠেয় কনফারেন্সে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
এই সময়ে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হলে তা রামাফোসার জন্য ক্ষতি ডেকে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আইন বিশেষজ্ঞদের প্যানেলটি জানিয়েছে, তাকে এ বিষয়ে উত্তর দিতে হবে।
রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া জানিয়েছেন, তিনি লড়াই করবেন। পদত্যাগ করার পরিবর্তে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি প্রার্থিতা চাইবেন।
ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেন, ‘প্রেসিডেন্ট রামাফোসা একটি ত্রুটিপূর্ণ রিপোর্টের ভিত্তিতে পদত্যাগ করছেন না।’
রামাফোসার বিরুদ্ধে ফার্মগেট কেলেঙ্কারির সূত্রপাত হয় গত জুনে।
ওই সময় আর্থার ফ্রেজার নামের এক সাবেক শীর্ষ গুপ্তচর রামাফোসার বিরুদ্ধে চুরি ধামাচাপা দেয়ার অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। তিনি বলেছিলেন, রামাফোসা ২০২০ সালে দেশের উত্তর-পূর্বের ‘ফালা ফালা ফার্ম’ থেকে ৪০ লাখ ডলার চুরির বিষয়টি ধামাচাপা দিয়েছেন।
আর্থার ফ্রেজার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ মিত্র।
রামাফোসা অবশ্য চুরির বিষয়টি স্বীকার করেছেন। তবে চুরি যাওয়া অর্থের পরিমাণ কম বলে দাবি করেছেন তিনি। তবে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার কথা তিনি অস্বীকার করেছেন।