শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য দারুণ খবর দিল বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক। প্রতিষ্ঠানটি এমন একটি চিপ তৈরি করেছে, যেটির সাহায্যে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা।
চলাফেরা কিংবা যোগাযোগে অক্ষম বা দুর্বল ব্যক্তিদের জন্য কিছু করার চেষ্টা অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছিলেন ইলন মাস্ক। অবশেষে বুধবার সুখবর জানালেন মাস্ক।
মাস্কের বিশ্বাস, আগামী ছয় মাসের মধ্যে মানব মস্তিষ্কে চিপ লাগানোর ট্রায়াল শুরু হবে। শারীরিক প্রতিবন্ধীদের মস্তিষ্কে স্থাপন করা হবে এটি; এতে তারা চলাফেরা এবং যোগাযোগে সক্ষম হবে।
এর আগে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংক ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটি দাবি করছে, ডিভাইসটি স্থাপন ও অপসারণ একেবারেই নিরাপদ।
মাস্ক টুইটে বলেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে চাই। নিশ্চিত হতে চাই এটি ভালোভাবে কাজ করবে। আমরা চিপ-সংক্রান্ত বেশির ভাগ কাগজপত্র যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনে (এফডিএ) জমা দিয়েছি। সম্ভবত ছয় মাসের মধ্যে আমরা নিউরালিংক চিপ লাগানোর ট্রায়াল শুরু করতে পারব।’
২০২১ সালের এপ্রিলে মানব মস্তিষ্কে চিপ বসানোর বিষয়ে সর্বশেষ প্রেজেন্টেশন দিয়েছিল নিউরালিংক। ওই সময় চিপ লাগানো একটি বানরকে তার মস্তিষ্ক ব্যবহার করে গেম খেলতে দেখা যায়। মানব মস্তিষ্কের জন্য চিপ তৈরির লক্ষ্যে ২০১৬ সালে নিউরালিংক প্রতিষ্ঠা করেন মাস্ক। তার আশা, এই চিপ পার্কিনসন, ডিমেনশিয়া এবং আলঝেইমার রোগীদের চিকিৎসায় সহায়তা করবে। গত বছরের শেষে মাস্ক জানান, ২০২২ সালের কোনো একসময়ে নিউরালিংক মানবদেহে চিপ স্থাপন করবে।এদিকে সিঙ্ক্রোন নামের আরেকটি প্রতিষ্ঠানও মাইক্রোচিপ তৈরির কাজ করছে। তাদের এই চিপ পক্ষাঘাতগ্রস্ত রোগীদের যোগাযোগে সাহায্য করবে। গত বছরের জুলাইয়ে এটি এফডিএর অনুমোদন পায়। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই চিপ যুক্তরাষ্ট্রের এক নাগরিক এবং অস্ট্রেলিয়ার চারজনের মস্তিষ্কে বসানো হয়েছে।