আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় বিদ্যালয়ে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সামাঙ্গন প্রদেশের আইবাকে বুধবার বিস্ফোরণটি ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এসব নিশ্চিত করেছেন।
নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে তারা বলছেন, বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন।
কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রার্থনা শেষে ছাত্ররা যখন বের হচ্ছিল, ঠিক তখন বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগই স্কুলের ছাত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাক্কুর বলেন, ‘তালেবানের নিরাপত্তা বাহিনী হামলার তদন্ত করছে। অপরাধীদের চিহ্নিত করা কঠিন সাজা দেয়া হবে।’
গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তান কয়েক ডজন বিস্ফোরণে কেঁপে উঠেছে। বেশিরভাগেরি দায় নিয়েছে ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা।