বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বের করে দেয়ার আহ্বান ইরানের

  •    
  • ২৮ নভেম্বর, ২০২২ ১৮:২৭

মঙ্গলবারই কাতার বিশ্বকাপে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ইরানকে। এর আগেই ছড়িয়েছে এই উত্তেজনা।

যুক্তরাষ্ট্রকে চলমান কাতার বিশ্বকাপ থেকে বের করে দেয়ার আহ্বান জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পতাকার ছবি বিকৃত করার অভিযোগ তুলে এই আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবারই কাতার বিশ্বকাপে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ইরানকে। এর আগেই ছড়িয়েছে এই উত্তেজনা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে রোববার ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। সেই পোস্টে তারা ইরানের পতাকার মাঝে থাকা ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক বাদ দিয়ে বিকৃত ছবি প্রকাশ করে। এ নিয়ে ক্ষুব্ধ হয় তেহরান।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সিএনএনকে জানায়, মৌলিক মানবাধিকারের জন্য ইরানের নারীদের আন্দোলনে সমর্থন দিয়ে তারা ২৪ ঘণ্টার জন্য দেশটির পতাকা পরিবর্তন করে। তবে ইরানের মূল পতাকা আমেরিকার ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট ও অন্যান্য জায়গায় আছে বলেও জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় করে ফুটবল ফেডারেশন পতাকা পরিবর্তন করেনি। তিনি সিএনএনকে বলেন, ‘আমরা মাঠে শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছি। নারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদপুষ্ট সহিংসতা এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়নের বিরুদ্ধে ইরানের জনগণকে সহায়তা করার উপায় খুঁজছে।’

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রোববায় জানায়, পতাকা বিকৃতির জন্য যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিশ্বকাপ থেকে বাদ দেয়া উচিত এবং ১০ ম্যাচ নিষিদ্ধ করা উচিত।

আরও পড়ুন: আন্দোলনে সংহতি: জাতীয় সংগীত গায়নি ইরান দল

এ নিয়ে ফিফার কাছ থেকে কোনো মন্তব্য পায়নি সিএনএন।

সঠিকভাবে হিজাব না করার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় গত ১৬ সেপ্টেম্বর। সেদিন থেকেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। যুক্তরাষ্ট্র-সমর্থিত রাজতন্ত্রকে উৎখাত করার মাধ্যমে ১৯৭৯ সালের ইরানে ইসলামি বিপ্লব ঘটে। এ বিপ্লবের চার বছর পর ইরানে হিজাব বাধ্যতামূলক করা হয়।

এ বিভাগের আরো খবর