বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোতলে ছিল নবজাতকের মরদেহ

  •    
  • ২৬ নভেম্বর, ২০২২ ০০:০৯

জন্ম নিবন্ধনের তিন বছর পেরিয়ে গেলেও, প্রি-স্কুলে শিশুর নাম লেখাননি অভিভাবকরা। এ সময়ে তারা যাননি কোনো চিকিৎসকের কাছে। এতে সন্দেহ বাড়ে স্থানীয় কর্মকর্তাদের।

নবজাতকের মরদেহ একটি বোতলে ঢুকিয়ে রেখেছিলেন বাবা-মা। এভাবে কেটে যায় তিন বছর । অবশেষে পুলিশের কাছে ধরা পড়েছে এই দম্পতি।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। রাজধানী সিউলের পাশের শহর পোচিয়ানে শিশুটির মৃত্যু হয় ১৫ মাস বয়সে। তবে খবরটি চেপে যায় তার বাবা-মা।

জন্ম নিবন্ধনের তিন বছর পেরিয়ে গেলেও, প্রি-স্কুলে শিশুর নাম লেখাননি অভিভাবকরা। এ সময়ে তারা যাননি কোনো চিকিৎসকের কাছে। এতে সন্দেহ বাড়ে স্থানীয় কর্মকর্তাদের। তারা যোগাযোগের চেষ্টা করে শিশুর মায়ের সঙ্গে। এতে ব্যর্থ হয়ে ২৭ অক্টোবর শিশুটি নিখোঁজ বলে জানান কর্মকর্তারা।

তিনদিন পর পুলিশ ৩৪ বছর বয়সী মাকে খুঁজে পায়। শিশু কল্যাণ আইন লঙ্ঘনের সন্দেহে তারা তাকে গ্রেপ্তার করে।

২৯ বছর বয়সী বাবাকে আটক করা হয় ১৬ নভেম্বর। এর ঠিক দুদিন আগে কিমচি (এক ধরনের খাবার) সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতলে শিশুটির মরদেহ খুঁজে পায় তদন্তকারীরা।

পুলিশ বলছে, টোস্টার আকৃতির জারটি ৩৫ সেন্টিমিটার লম্বা, ২৪ সেন্টিমিটার চওড়া।

শুরুতে পুলিশের কাছে সন্তানের মৃত্যুর কথা অস্বীকার করেন মা। তিনি দাবি করেন, শিশুটিকে রাস্তায় ফেলে এসেছিলেন। জেরার একপর্যায়ে স্বীকার করেন, তারা তাদের সন্তানের মরদেহ লুকিয়ে রেখেছেন।

পুলিশের ধারণা, বাবা কারাগারে থাকাকালীন শিশুটি মারা গিয়েছিল। জেলে থেকে ছাড়া পেয়ে স্ত্রীর সঙ্গে মিলে ছাদে বোতলটি লুকিয়ে রেখেছিলেন।

পুলিশ এখনও শিশুটির মৃত্যুর কারণ এবং তা লুকিয়ে রাখার বিষয়টি তদন্ত করছে।

শিশু নির্যাতনের অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিভাবকদের ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড বা শ্রমসহ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এ বিভাগের আরো খবর