২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে ওই তথ্য জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকতে পারেন, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বলিউড অভিনেতা শাহরুখ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন । রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও আমন্ত্রণ জানানো হবে।’
তিনি জানান, তবে ওইদিন কোন কোন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন তা এখনো নিশ্চিত নয়। অনেকেই প্রাথমিকভাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন।
কলকাতা চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে ১৫ ডিসেম্বর উৎসব শুরু এবং ২২ ডিসেম্বর সমাপ্তি বলে ঘোষণা করা হয়েছে। ৭ দিন ধরে কলকাতা শহরের বিভিন্ন হলে দেখানো হবে দেশি-বিদেশি বিভিন্ন চলচ্চিত্র। এজন্য প্রতিবছরের মতো সব বিভাগের জন্য চলচ্চিত্র জমা নেয়ার কাজ শুরু হয়েছে। জমা নেয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর।
ওয়েবসাইট অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে মুভিং ইমেজে উদ্ভাবনী দৃষ্টান্ত। ভারতীয় ভাষায় তৈরি ছবির প্রতিযোগিতা, তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতা ছাড়াও শুধু চলচ্চিত্র প্রদর্শনের জন্য বিভাগ থাকছে।