পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যাট জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার তাকে বেছে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শেহবাজের এই সিদ্ধান্ত এখন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির কাছ থেকে অনুমোদিত হতে হবে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আসিম মুনির। তিনি হবেন পাকিস্তানের ১৭তম সেনাপ্রধান।
নতুন সেনাপ্রধানের নাম ঘোষণার সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, ‘যোগ্যতা, আইন এবং সংবিধান অনুযায়ী সেনাপ্রধান বাছাই করা হয়েছে।’
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পাকিস্তানের সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব সামলাচ্ছেন আসিম মুনির। এর আগে তিনি গুজরানওয়ালার কর্পস কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইর প্রধান হন আসিম। তবে নিয়োগের ৮ মাসের মধ্যে ২০১৯ সালে তাকে বরখাস্ত করেন ইমরান। আসিম মুনিরই পাকিস্তানের সবচেয়ে কম সময় গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পালন করেছেন।
আসিম মুনিরকে এমন সময় পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে যখন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইর বিরোধ তুঙ্গে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিলাল-ই-ইমতিয়াজ পেয়েছেন আসিম মুনির। এ ছাড়া অফিসার ক্যাডেটকে দেয়া সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি সোর্ড অব অনারও অর্জন করেছেন তিনি। আসিম মুনির পাকিস্তানের মাংলার অফিসার্স ট্রেনিং স্কুল থেকে স্নাতক পাস করেন। ৬২ বছর বয়সী জেনারেল কামার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে পাকিস্তানের সশস্ত্র সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তার মেয়াদ আরও তিন বছর বাড়ে। ২৯ নভেম্বর জেনারেল বাজওয়ার অবসরে যাওয়ার কথা রয়েছে।